Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মার্চ ২০২১

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার এর বিপন্ন হাওরঃ উন্নয়ন অন্বেষা" গবেষণা প্রকল্পের মাঠ সমীক্ষা এবং পিডিবিএফ এর কার্যক্রম পরিদর্শন


প্রকাশন তারিখ : 2021-02-28

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার মহোদয় বিগত ২৮ ফেব্রুয়ারি থেকে ০২ মার্চ  পিডিবিএফ ও বার্ড -এর " বিপন্ন হাওরঃ উন্নয়ন অন্বেষা" গবেষণা প্রকল্পের মাঠ সমীক্ষা এবং পিডিবিএফ এর কার্যক্রম পরিদর্শনের জন্য কিশোরগঞ্জ জেলার হাওর সন্নিবেশিত মিঠামইন উপজেলা পরিদর্শন করেন। এ সফরে তিনি কিশোরগঞ্জ অঞ্চলের পিডিবিএফ এর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনময় ছাড়াও, জেলার সার্কিট হাউজে জেলা প্রশাসকের সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাদের সাথে হাওরের উন্নয়ন  অন্বেষা বিষয়ে আলোচনা করেন। মিঠামইন উপজেলা সফরকালে তিনি হাওর সন্নিবেশিত গ্রামে মাঠ সমীক্ষার পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। উক্ত সফরে অন্যান্যদের ভেতরে অংশগ্রহন করেন বার্ডের সাবেক পরিচালক জনাব ডঃ কামরুল আহসান, পিডিবিএফ এর পরিচালক (অর্থ) জনাব শহীদুল হক খান, উপ-পরিচালক জনাব শরীফ মোহাম্মদ ইউসুফ হাসান আল মামুন, সহকারী পরিচালক জনাব ফজলে রাব্বী এবং বার্ডের সহকারী পরিচালক জনাব আনাস আল ইসলাম।